মেষ :কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন। নতুন কিছু করার ইচ্ছা মনে কাজ করবে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ ছাড়তে হতে পারে। আজ অপরের জন্য কোনও কাজ করে আনন্দ পাবেন।আত্মীয়কে নিয়ে বিবাদের আশঙ্কা। প্রেমের সম্পর্কে অভিমান বাড়তে পারে।কোনও কাজের শুরু খুব ভাল হবে।
বৃষ: আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে।আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে। আর্থিক চাপ বাড়তে পারে। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। অশান্তি থেকে সাবধান থাকুন। অর্থ চুরি হতে পারে। প্রেম ও ভালবাসায় সাফল্য থাকবে।
মিথুন : দিনটি একটু সমস্যার ভিতর দিয়ে কাটতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পাওয়ার জন্য সংসারে অবহেলা বা অশান্তি।লিভারের সমস্যায় ভোগান্তি। বাড়িতে প্রিয় জনের খারাপ খবর আসতে পারে। অযথা ভ্রমণ হতে পারে। রক্তপাত থেকে সাবধান থাকা দরকার। ব্যবসায় বাড়তি লাভের সম্ভাবনা। বন্ধু বিচ্ছেদ ঘটতে পারে।
কর্কট:অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের কোনও কারণে জন্য খরচ বাড়বে। ব্যবসায় সমস্যা বাড়বে। একটু সাবধানে চলাফেরা করা দরকার, আঘাত লাগতে পারে। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। সম্পত্তি নিয়ে খরচ বাড়তে পারে। মায়ের দিক দিয়ে কষ্ট বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন।
সিংহ : ভাল করে না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল।প্রেমে বিবাদের আশঙ্কা। বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে। ব্যবসায় ঝুঁকি থেকে লাভ হতে পারে। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে।
কন্যা : নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন। কোনও কিছুতে ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মানসিক কষ্ট। ব্যবসায় আয় বাড়তে পারে। প্রেমের জন্য আনন্দ এবং চিন্তা বাড়বে।আবেগের বশে কোনও কাজ করলে বিপদ হবে।
তুলা: আজ দিনটা সব দিক থেকে আপনার অনুকূল থাকবে। সম্পত্তির ব্যাপারে কোনও সুবিধা পেতে পারেন। শরীরে রোগের জন্য মানসিক চাপ। পিঠের যন্ত্রণা বাড়বে।সন্তানদের নিয়ে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন
বৃশ্চিক : পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে।কোনও মহিলার প্রতি আসক্তি বাড়বে। স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভাল যোগাযোগ আসতে পারে। প্রেমে অভিমান বাড়বে। ব্যবসায় ক্ষতির আশঙ্কা এবং অশান্তি বাড়তে পারে। যানবাহনে চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা রয়েছে।পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান হবে।
ধনু : প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে ক্ষতি। শারীরিক কষ্টের জন্য কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্কে উন্নতির সময়। ব্যবসায় অশান্তি থেকে সাবধান থাকা দরকার।ধননাশ হতে পারে। সম্পত্তি থেকে বিতারিত হওয়ার যোগ দেখা যাচ্ছে। বাড়তি বিনিয়োগ না করাই ভাল হবে।
মকর: বন্ধুর জন্য কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসা শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আজ সংসারে মাত্রাছাড়া খরচ হতে পারে। কোনও কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল। বাড়ির পরিবেশ কিছুটা অনুকূল থাকবে। ভাই বা বোনের সঙ্গে ঝগড়া।
কুম্ভ: অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে।মালিকের সঙ্গে বিবাদের আশঙ্কা।কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয় প্রকাশ করতে পারে। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। খেলাধূলায় সুনাম করার ভাল সুযোগ আছে।
মীন: ব্যবসায় অতিরিক্ত পরিশ্রমেও লাভ হবে না। খুব ভাল একটা যোগাযোগ আপনার জন্য অপেক্ষা করছে। কোনও বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে কোনও কারণে মতান্তর হতে পারে। মহিলা সংক্রান্ত বিষয়ে বিপত্তি।
