মেষ: বেকাররা নতুন চাকরির খোঁজ পেতে পারেন। অফিসে পদোন্নতির যোগ আছে। পুরনো প্রেম পরিণয়ের দিকে এগোতে পারে।সংসারে প্রচুর খরচ হতে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা।
বৃষ:অনিচ্ছা সত্ত্বেও কোনও কাজ করতে হতে পারে। অন্য দিনের তুলনায় আজ সংসারে বেশি খরচ হতে পারে। প্রতিবেশীর দ্বারা কোনও উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হওয়ার সম্ভাবনা।যারা এখনও অবিবাহিত বা সিঙ্গল, তাঁরা প্রেমের সম্পর্কে জড়াতে পারেন।
মিথুন: সাফল্যের গোপন কথা কাউকে বলে দেবেন না। নতুন কাজ ও পরিকল্পনায় সাফল্য পাবেন। তবে প্রেমের ব্যাপারে একটু বুঝসুঝে পা ফেলুন।আপনার ভাল কাজে প্রতিবেশীরা হিংসা করবে। স্ত্রীর সঙ্গে দূরে কোথাও যেতে হতে পারে। সকাল থেকে শারীরিক সমস্যা হওয়ার আশঙ্কা। উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। অফিসে কাজের দায়িত্ব আরও বাড়বে।
কর্কট: ব্যাঙ্কিং সেক্টরে নতুন চাকরি পেতে পারেন। অফিসে সময়টা আপনার জন্য বেশ ভালো।কাউকে যেচে উপকার করবেন না। নানা দিক থেকে কর্মে ব্যাঘাত আসতে পারে। জলপথে ভ্রমণ ত্যাগ করুন। আজ আপনার বুদ্ধিতে কেউ উপকার পেতে পারেন। অলসতার জন্য অশান্তি বাধতে পারে।
সিংহ:এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্ক আরও পোক্ত হবে।ব্যবসায় শান্তির পরিবেশ পেতে পারেন। দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হবে। বেকারদের নতুন চাকরির খোঁজ মিলতে পারে।সংসারে সব জিনিস খুঁটিয়ে দেখতে যাবেন না, অশান্তি হতে পারে। আজ কোনও কারণে খরচ বাড়তে পারে।
কন্যা: অনেকদিনের পরিশ্রম সফল হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হবে। তবে প্রেমের বিষয়ে সতর্ক থাকবেন।কোনও কাজে ক্ষতির খবর আসতে পারে। ব্যবসায় শত্রুর কারণে ক্ষতি হবে।উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে অশান্তি।বাড়িতে কোনও ভাল খবর আসতে পারে।
তুলা: হাতে টাকা-পয়সার জোগান বাড়তে পারে। কোনও ভাল খবর আসতে পারে। ব্যবসা ভাল যাবে। নানা দিক থেকে কাজের সুযোগ যেমন থাকবে আবার বাধাও থাকবে। বাবার সঙ্গে মতান্তর বাধতে পারে। দরকারি কাজ তাড়াতাড়ি মেটান। চাকুরিজীবীরা বিশেষ সাফল্যের মুখ দেখবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই।
বৃশ্চিক: আয়ের রাস্তা আপনার সামনে খুলে যেতে পারে। তবে চাকুরিজীবীদের জন্য সময়টা খুব একটা ভালো কিছু নয়। যারা চাকরি খুঁজছেন, পেয়ে যেতে পারেন। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার আশঙ্কা আছে।ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে লাভ ভাল থাকবে। সংসারে সুখ শান্তি বজায় থাকবে। সন্তানদের জন্য চিন্তা বাড়তে পারে। ব্যবসা বা কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন।
ধনু:প্রতিযোগিতামূলক পরিক্ষায় সাফল্য পাবেন। নতুন চাকরি পেতে পারেন। নতুন করে কোনও প্রেমের সম্পর্কে জড়াবেন না।সতর্ক না থাকলে কর্মক্ষেত্রে সম্মানহানি হওয়ার যোগ আছে। কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারে। চাকরিতে বদলি হওয়ার যোগ দেখা যাচ্ছে। সংক্রমণ থেকে দুর্ভোগের আশঙ্কা। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন।
মকর: আর্থিক দিক দিয়ে আপনার খুব একটা ভালো যাবে না। চাকুরিজীবীরা প্রোমোশন পেতে পারেন।কোনও বিষয়ে সংশয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা বাধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। প্রেমের সম্পর্কে খুব একটা কিছু উন্নতি দেখা দেবে না।
কুম্ভ: পদোন্নতিতে বিদেশযাত্রার যোগ দেখা যাচ্ছে।অফিসে সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলুন। নতুন চাকরি পেলে তখনই পুরনো অফিসে ইস্তফা দিয়ে আসুন।শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। শরীরে কোথাও চোট লাগতে পারে। ব্যবসায়ীরা কর্মচারীকে চোখে চোখে রাখুন। প্রেমের সম্পর্কে কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা দুর করুন।
মীন: নতুন কোনও পরিচিতকে দ্রুত বিশ্বাস করবেন না। কারও কাছে মানসিক ভাবে অপদস্ত হতে পারেন। ভাল কাজের পরিবর্তে উপহাস জুটবে। কর্মস্থলে ঝামেলা মিটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য অবশ্য সময়টা ভালোই। চাকরিতে উন্নতি করবেন। ভালোবাসার মানুষটির সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে বোঝাপড়া ঠিক রাখুন।
