ইস্টার্ন টাইমস ,স্পোর্টস ডেস্ক : ৩১ বছর আগে আজকের দিনেই সচিন তেণ্ডুলকর প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন । ১৯৮৯ সালের ১৫ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল সচিন তেন্ডুলকরের তাও আবার বিশ্ব কাঁপানো পেস বোলিং ইমরান খান, ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিসের বিরুদ্ধে।
শুরুতেই প্রমাণ করেন যে তিনি কতটা স্পেশাল।
প্রায় আড়াই দশক ক্রিকেটবিশ্বে দাপিয়ে বেড়ানোর পর কাকতলীয়ভবে ঠিক এই দিনটিতেই শেষ বার ঘরের মাঠে মুম্বইতে নামেন সচিন। ২০১৩ সালের ১৫ নভেম্বর শেষবার ভারতের হয়ে ব্যাট করতে মাঠে নেমেছিলেন তিনি।
এই স্মরণীয় দিনে বিসিসিআই কৃতজ্ঞতা জানাল সচিনকে। একই সঙ্গে আই সি সি ও শুভেচ্ছা জানায় মাস্টার ব্লাস্টার কে ।
বি সি সি আই টুইট করে লেখে, ‘১৯৮৯ সালে আজকের দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে কিংবদন্তি শেষবার টিম ইন্ডিয়ার হয়ে ব্যাট করতে নেমেছিলেন। সারা বিশ্বে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করার জন্য ধন্যবাদ।’
সচিনের সঙ্গে একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আরও এক কিংবদন্তির। পাক পেসার ওয়াকার ইউনিস পরবর্তী সময়ে নিজের গতি ও স্যুইং দিয়ে মাতিয়ে রাখেন আন্তর্জাতিক ক্রিকেট। একই সঙ্গে দুই লেজেন্ড আত্মপ্রকাশ করায় সঙ্গত কারণেই ১৫ নভেম্বরকে ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।
আইসিসি টুইট করে, ‘ঐতিহাসিক দিন ১৯৮৯ সালের আজকের দিনটি। কারণ এই দিনেই সচিন তেণ্ডুলকর ও ওয়াকার ইউনিস-এর অভিষেক হয় বিশ্ব ক্রিকেটে। তাই এই দিনটা কখনোই ভোলা যাবে না’।
