
ইস্টার্ন টাইমস , কলকাতা: বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ প্রকল্প আগামী 25 শে জানুয়ারি পর্যন্ত চলবে।সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন ১ ডিসেম্বর থেকে চালু হওয়া এই প্রকল্প ইতিমধ্যেই রাজ্যের মানুষের কাছে অভূতপূর্ব সাড়া পেয়েছে।
এর মাধ্যমে বিভিন্ন প্রকল্পের জন্য ৭১ লক্ষ আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৫৫ শতাংশ আবেদনের নিষ্পত্তি হয়েছে। দুয়ারে সরকার প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে তারা আরো বেশি সংখ্যক মানুষকে সরকারি সহায়তা প্রকল্পগুলির আওতায় আনতে চান।
গত আর্থিক বছরে যেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ১৫ হাজার কোটি টাকা খরচ হয়েছিল তা এবছর বাড়িয়ে ২৪ হাজার ২৫৫ কোটি টাকা করা হয়েছে ।
বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য আজই আরো আট হাজার ৭০০ কোটি টাকার বরাদ্দ ছাড়া হয়েছে বলে তিনি জানান।
এই প্রকল্পকে সফল করার জন্য রাজ্যের সর্বস্তরের সরকারি কর্মীরা যে উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রীর সে কারণে তাদের সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে রাজ্যের প্রাণী বন্ধু ও প্রাণী মিত্রদের ভাতা পনেরশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার কথা মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করেছেন।
