ইস্টার্ন টাইমস ,কলকাতা: এবার পাহাড়েও নিজেদের ডানা মেলছে বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা আই এফ এ ।নেপালের গিরিশৃঙ্গ আমাডাবলাম অভিযানে যাচ্ছেন বাংলার চার পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্যায় ও কিরণ পাত্র।তাঁদের পাশে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। তারা সেখানে বহন করবে আই এফ এর লোগো ।
পুরো বিষয়টা হল আই এফ এ সচিব জয়দ্বীপ মুখোপাধ্যায়ের উদ্যোগে । কিছু দিন আগে কলকাতা মেট্রো তে আই এফ এর নামে স্টেশন স্থান পেয়েছে এবার পাহাড়ে আই এফ এ সচিব জয়দ্বীপ যে আরও কত কী চমক আই এফ এর জন্য রেখেছেন সেটা কেউ জানে না!
অভিযানে যাচ্ছেন বাংলার চার পর্বতারোহী দেবাশিস বিশ্বাস, সত্যরূপ সিদ্ধান্ত, মলয় মুখোপাধ্যায় ও কিরণ পাত্র।তাঁদের পাশে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ। তারা সেখানে বহন করবে আই এফ এর লোগো । এই অভিযান সফল করতে সাহায্যের হাত বাড়িয়েছেন আই এফ এ সচিব জয়দীপ মুখোপাধ্যায় ।
