
ইস্টার্ন টাইমস , কলকাতা: মঙ্গলবারে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত রাজীব বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন মন্ত্রী। তাই নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিনের ক্যাবিনেট বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেব।
এ প্রসঙ্গে রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জানান, অনুপস্থিত মন্ত্রীরা প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন। রাজীব মুখ্যমন্ত্রীকে ফোন করে জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত কাজ রয়েছে।’
অসুস্থতার কারণে ক্যাবিনেট বৈঠকে উপস্থিত থাকতে পারেননি রবীন্দ্রনাথ ঘোষ এবং গৌতম দেব। জানা গিয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এলাকায় একটি অনুষ্ঠান রয়েছে, তাই তিনি আসতে পারেননি।
প্রসঙ্গত, কয়েক সপ্তাহ ধরেই বেসুরো রাজীব বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ প্রশমনে তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
