
ইস্টার্ন টাইমস , কলকাতা: অবশেষে আইএসএল-এ জয়ের মুখ দেখলো ইস্টবেঙ্গল।নতুন বছরের শুরুতেই নিজেদের প্রথম ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল । একই সঙ্গে আই এস এলে নিজেদের জয়ের খাতাও খুললো তারা ।দুরন্ত ফুটবল খেলে ওড়িশা এফসিকে ৩–১ গোলে হারাল লাল হলুদ ব্রিগেড।
গোল করেন পিলকিংটন, মাঘোমা এবং নয়া বিদেই ব্রাইটের। অন্যদিকে, ওড়িশার হয়ে একমাত্র গোল মরিসিও–র।এদিন শুরু থেকে দুই দলই আক্রমণ দিয়ে ফুটবল খেলে।
ম্যাচের ১২ মিনিটে ওড়িশা র ডিফেন্স ভেদ করে গোল করে দলকে এগিয়ে দেন অ্যান্থনি পিলকিংটন। গোল খেয়ে আবার পালটা আক্রমণে ওঠে ওড়িশা। তবে দেবজিৎ ইস্টবেঙ্গল কে গোল খেতে দেননি।
এরপর ৩৯ মিনিটে একক দক্ষতায় দুরন্ত শটে নিজের প্রথম এবং দলের দ্বিতীয় গোলটি করেন মাঘোমা। ফলে প্রথমার্ধের শেষে ২–০ গোলে এগিয়ে ছিল এসসি ইস্টবেঙ্গল । এরপর দ্বিতীয়ার্ধে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে ওড়িশা । কিন্তু একাধিক শর্ট বারে লেগে ফিরে আসে ।
একদম শেষে ৮৭ মিনিটে ব্রাইট দুরন্ত শর্ট মেরে ইস্টবেঙ্গল কে আরও এগিয়ে দেয়। মরিসিও অতিরিক্ত সময়ে এক গোল শোধ করে ওড়িশার হয়ে । এখন দেখার এই জয়ের ধারা ইস্টবেঙ্গল বজায় রাখতে পারে কি না!
