
ইস্টার্ন টাইমস , কলকাতা: সোমবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের ১২টি জায়গায় একযোগে তল্লাশি শুরু করেছে ইডি৷ কয়লা পাচার কাণ্ডে মূল অভিযুক্ত বিনয় মিশ্রর ঘনিষ্ঠদের বাড়ি এবং ফ্ল্যাটে এদিন তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
দক্ষিণ শহরতলির গড়িয়ার একটি আবাসনে বিশ্বজিৎ মালাকার নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালায় ইডি আধিকারিকরা৷ জানা গিয়েছে বিশ্বজিৎ মালাকারের বাবা ইসিএল কর্মী৷ ইডির অভিযোগ কয়লা পাচার কাণ্ডে ওই ব্যবসায়ী এবং তাঁর বাবা সরাসরি যুক্ত।
ইডি সূত্রে খবর, কয়েকজন ইসিএল কর্মী ও আধিকারিকের প্রত্যক্ষ সহযোগিতাতেই বেআইনি কয়লা উত্তোলন ও পাচার চলত রাজ্য জুড়ে৷ অভিযুক্ত কয়েকজন ইসিএল কর্মীকে জেরা করে গড়িয়ার বাসিন্দা বিশ্বজিৎ মালাকার ও তার বাবার খোঁজ মেলে৷ জানা যায়, বিশ্বজিৎ নিয়মিত দুবাইতে যেতেন৷
কয়েকদিন আগেই গড়িয়ার এই ফ্ল্যাটে আয়কর দফতর এবং সিবিআইও হানা দিয়েছিল৷
যদিও ফ্ল্যাটে কেউ ছিলেন না৷ দুর্গা পুজোর পর থেকেই মালাকার পরিবার ওই ফ্ল্যাট ছেড়ে চলে গিয়েছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা৷ মাঝেমধ্যেই এই ফ্ল্যাটে বাইরে থেকে পার্সেল আসত বলেও জানিয়েছেন প্রতিবেশীরা৷ তবে মালাকার পরিবার সেভাবে প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না বলে জানা গিয়েছে।
ইডি সূত্রে খবর, বিশ্বজিৎ মালাকার কয়লা পাচার থেকে পাওয়া বিপুল অর্থ দুবাইতে রিয়েল এস্টেট প্রোজেক্টে বিনিয়োগ করতেন৷ বেশ কয়েক বছর ধরে তাঁরা গড়িয়ার নারকেল বাগানে এই ফ্ল্যাটে থাকতেন৷
এর পাশাপাশি এদিন আবারও লেক টাউনে গণেশ বাগাড়িয়ার একটি বাড়িতে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা৷
লেক টাউনে ওই ব্যবসায়ীর তিনটি বাড়ি রয়েছে বলে জানা গিয়েছে৷ এর আগে গত ২২ ডিসেম্বর এই বাড়িতেই হানা দিয়েছিল সিবিআই৷
বিনয় মিশ্র ঘনিষ্ঠ আরও দুই ব্যবসায়ী অমিত সিং এবং নীরজ সিং-এর কোন্ননগরের বাড়িতেও এদিন পৌঁছে যায় ইডি আধিকারিকরা৷ অমিত এবং নীরজ সম্পর্কে দুই ভাই৷ এর আগে এই বাড়িতে হানা দিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করেছিলেন সিবিআই গোয়েন্দারা৷
কয়লা পাচার কাণ্ড নিয়েও ইতিমধ্যে রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ শুরু করেছে বিজেপি৷ ফলে বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার কাণ্ড চিটফান্ড কাণ্ডের মতোই বড় ইস্যু হয়ে উঠতে চলেছে বলাই যায়।
