
ইস্টার্ন টাইমস , কলকাতা: জয়ের দেখা নেই আই এসএলে । ৬ ম্যাচে চারটে হার দুটো ড্র মাত্র ২ পয়েন্ট । লিগ তালিকার সবার নীচে ফাউলারের দল।
তবে নতুন বছর জানুয়ারিতেই দলকে বদলে ফেলতে চাইছে ইস্টবেঙ্গল । বলবন্ত,সামাদ,লিংডো সহ একাধিক ফুটবলারকে ছেড়ে দিচ্ছে ইস্টবেঙ্গল।গোয়াতে সর্বাধিক ২৮-২৯ জনের দল রাখতে চাইছে ইস্টবেঙ্গল।
প্রথম পর্বে বাদের তালিকায় আছেন ৯ ভারতীয় ফুটবলার। সেই তালিকায় নাম রয়েছে বলবন্ত,গুরতেজ,সামাদ আলি মল্লিক,লিংডো,রফিক আলি সর্দার,সি কে বিনীতের মত ফুটবলার।
যাদের অধিকাংশকেই রিক্রুট করেছিলেন ক্লাব কর্তারা।
তবে মাঝ মরসুমে যাতে ছেড়ে দেওয়া ফুটবলাররা সমস্যায় না পড়েন,সেদিকটা দেখছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই যেমন গুরতেজ আর রফিক আলি সর্দার মহামেডানে যোগ দিয়েছেন। ওড়িশায় যাচ্ছেন লিংডো।
পরিবর্তে ৪-৫ জন তরুণ প্রতিশ্রুতিমান ভারতীয় ফুটবলারকে নিয়ে দল গড়া হবে।
