পারিজাত সেনগুপ্ত,ইস্টার্ন টাইমস: ভারতীয় অর্থনীতির জীবন রেখা ভারতীয় রেলকে বেসরকারিকরণের বিরুদ্ধে বুধবার আসানসোলে পথে নামল আসানসোল সিভিল রাইটস অ্যাসোসিয়েশন,ইফটু ( সর্বহারা),ইস্কো মজদুর ইউনিয়ন, ইসিএল ঠিকা শ্রমিক অধিকার ইউনিয়ন, অল ওয়েস্টবেঙ্গল সেলস রিপ্রেজেনটেটিভ ইউনিয়ন, দুর্গাপুর গণ অধিকার মঞ্চ প্রভৃতি অধিকাররক্ষা ও শ্রমিক সংগঠন।
এদিনের মূল দাবির সঙ্গে যুক্ত করা হয়, অবিলম্বে আসানসোল – বর্ধমান,আসানসোল – আদ্রা রুটে লোকাল ট্রেন চালানোর দাবি।শহরের গির্জা মোড় থেকে এক বর্ণময় মিছিল শহর পরিক্রমা করে ডিআরএম অফিস পৌঁছায়।
সংগঠকদের পক্ষ থেকে যে স্মারকলিপি প্রদাণ করা হয় তাতে ১৫০ টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়া, স্টেশনগুলিকে বেসরকারিকরণ, প্রোডাকশন ইউনিটগুলিকে কর্পোরেটকরণ,রেলের টিকিটের দাম বৃদ্ধি প্রভৃতির প্রতিবাদ করা হয়।একই সঙ্গে শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড লাগু করার সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদের কথাও জানান সংগঠকদের পক্ষে সৌমেন্দু গাঙ্গুলি, কানাই বার্ণওয়াল,উমেশ দুসাদ,কল্যাণ মৌলিক।
