
ইস্টার্ন টাইমস , কলকাতা: ফের মুখ্যমন্ত্রী’কে বিঁধলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, ট্যাবের বদলে ছাত্রদের টাকা দেওয়ার সিদ্ধান্তে দুর্নীতি হবে’।
অন্যান্য দিনের মতোই বুধবার সকালেও প্রাতঃভ্রমনে বেরিয়ে রাজ্যের শাসক দল ও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিশানা করেন দিলীপ ঘোষ। দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের বদলে ১০ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেটাকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘ওই পড়ুয়াদের তালিকায়ও নেতাদের ছেলেদের নাম ঢোকানো হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ভারতে না আসার অনুরোধ আন্দোলনরত কৃষকদের >>
আমফানের মতোই এখানেও দুর্নীতি হবে। এর কাটমানি যাবে ইলেকশন ফান্ডে।’
এরপরই কাঁথিতে ফিরহাদ হাকিম ও সৌগত রায়ের সভা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি বলেন, ‘তৃণমূলের গুদামে যারা পড়েছিল তাদের নিয়ে গিয়ে নানা জায়গায় সভা করছে। যে সমস্ত জিনিস বিক্রি হয় না, তা চৈত্র সেলে বিক্রির চেষ্টা’।
