
ইস্টার্ন টাইমস , কলকাতা: ‘গুন্ডা’ মন্তব্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তাঁর পক্ষ থেকে আইনজীবী নোটিস দিয়ে তৃণমূল সাংসদকে মন্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। অন্যথায় দায়ের করা হবে মামলা।
প্রসঙ্গত, রবিবার সাতগাছিয়ার সভা থেকে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি দিলীপ ঘোষকে আক্রমণ করতে গিয়ে বলেছিলেন, ‘দিলীপ ঘোষ গুন্ডা, মাফিয়া।’
চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন ক্ষমতা থাকলে আইনি পদক্ষেপ নিন। শুধু মেদিনীপুরের সাংসদ নন, অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে থেকে শুরু করে মুকুল রায়-সহ একাধিক ব্যক্তিকেই ওইদিন নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আইনি পদক্ষেপের কথা জানালেন দিলীপ ঘোষ।
সোমবার সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ স্বীকার করেন তাঁর তরফে আইনজীবী পার্থ ঘোষ নোটিস পাঠিয়ে ৩ দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে বলেছেন।
তা না চাইলে মামলা দায়েরের করা হবে।এপ্রসঙ্গে আইনজীবী পার্থ ঘোষ বলেন, ‘গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষ, অমিতজি, কৈলাস বিজয়বর্গীয়-সহ নেতাদের প্রসঙ্গে যা বলেছেন তা অত্যন্ত কুরুচিকর।
সেই কারণেই নোটিস পাঠানো হয়েছে তৃণমূল সাংসদকে।’
- বিশেষ অজ্ঞের কোভিদ জিজ্ঞাসা পর্ব-১ >>
- বিশেষ অজ্ঞের কোভিদ জিজ্ঞাসা পর্ব-২ >>
- বিশেষ অজ্ঞের কোভিদ জিজ্ঞাসা পর্ব-৩ >>
