ইস্টার্ন টাইমস , কলকাতা: তার বন্ধু ছিলেন। দিয়েগো আর মার্কস বাদী নেতা ফিদেল কাস্ত্রো। আর বন্ধু যেদিন ইহলোক ত্যাগ করেছিলেন সেদিনই চলে গেলেন বাঁ পায়ের ঈশ্বর ।
মাত্র ৬০ বছর বয়সেই আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন ফুটবলের রাজপুত্র।
হাসপাতাল থেকে বাড়ি ফিরে এসেছিলেন অসিরাপচারের পর। কিন্তু আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের কোনো সুযোগই আর দেননি আর্জেন্টিনার এই তারকা।
খবর ছড়িয়ে পড়তেই গোটা আর্জেন্টিনা জুড়ে কান্নার রোল। রাতের অন্ধকারেই বাড়ির সামনে চোখের জলে হাজির ভক্তরা।
প্রিয় ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যু দিনেই চলে গেলেন তাঁর ভক্ত মারাদোনা। শেষ পথেও মিললেন বন্ধুর সঙ্গে
