
ইস্টার্ন টাইমস ,কলকাতা : অনেক জল্পনা কল্পনার শেষে ৮ বছর পর ইস্টবেঙ্গলেই ফিরে এলেন গোলরক্ষক দেবজিৎ মজুমদার।
২০১৪-১৫ ও ২০১৬-১৭’র মরশুমে আই লিগে মোহনবাগানের হয়ে খেলে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছিলেন। কিন্তু তার পর দেবজিৎ-কে সেই ফর্মে আর পাওয়া যায়নি। গত বছর আইএসএল খেলা এটিকে তে থাকলেও সেভাবে সুযোগ হয়নি। এবার তাকে দলেই রাখেনি মোহনবাগান এটিকে কর্তারা।তাই দল খুঁজছিলেন এই গোলরক্ষক।
তবে সেভাবে কেউ তাকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। ইস্টবেঙ্গলের অফার পেয়ে টাল বাহানা করে চতুর্থ গোল রক্ষক হিসেবে দলে যোগ দিচ্ছেন তিনি। দ্রুত চুক্তি সইয়ের পর দলের সঙ্গে গোয়া যাবেন। ১৬ অক্টোবর ইস্টবেঙ্গল গোয়া যাবে।উল্লেখ্য ,২০১১-১২ মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে খেলেছিলেন দেবজিৎ মজুমদার।
