
ইস্টার্ন টাইমস , স্পোর্টস ডেস্ক: এই আই এস এলে কি ইস্টবেঙ্গল আদৌ জয়ের মুখ দেখতে পারবে! ভালো খেলেও একের পর এক ম্যাচ যেভাবে হাত থেকে বেরিয়ে যাচ্ছে তাতে এই প্রশ্ন টা আসা স্বাভাবিক । চেন্নাই এফ সির বিরুদ্ধে বক্সিং ডে তে লড়াই করে ২-২ ব্যবধানে ড্র করলো টিম ফাউলার । ভালো খেলেও জয় অধরা ইস্টবেঙ্গলের ।
এদিন শুরু থেকেই দুই দল গোলের জন্য ঝাঁপিয়ে পড়েন । ১০ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেও ম্যাটি স্টেইনম্যান জয় এনে দিতে পারলেন না ইস্টবেঙ্গলকে।
আই এস এলে প্রথমবার ইস্টবেঙ্গল কোচ রবি ফাউলার আগের কেরালা ম্যাচের একাদশই রেখে দেন ।
ম্যাচের মাত্র ১৩ মিনিটেই ইস্টবেঙ্গল গোল হজম করে গোল করেন চেন্নাই দলের চাঙতে । এদিন নিজের গোল খরা কাটান তিনি। ক্রিভেইলহো বুদ্ধিমত্তার সঙ্গে বল রেখেছিলেন ছাঙতের জন্য। সেখান থেকে দুটো টাচে আসে প্রথম গোল। গোলের পর ম্যাচে অক্সিজেন পায় চেন্নাই।এরপর ৩৭ মিনিটে চেন্নাই বক্সে সুযোগ পেয়ে গোল মিস করেন রফিক।
যদিও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে ইস্টবেঙ্গল। স্টেইনম্যান ডান দিক থেকে ক্রস ধরে চেন্নাই ডিফেন্সকে কাটিয়ে গোল করে যান। যদিও ম্যাচে ফিরলেও কাজ এল না ।
ফের ছন্নছাড়া ডিফেন্স দেখা গেল লাল হলুদে । পাঁচ মিনিটের মধ্যে চোখ ধাঁধানো পাসিং ফুটবলে জাইরুকে বোকা বানিয়ে রহিম আলি গোল করে যান ।
তার কিছুক্ষণ পরে ফের গোল হত তবে দেবজিতের দুর্দান্ত এক সেভ সেটা হতে দেয়নি ।
এরপর ৬৯ মিনিটে ফক্সের মুভে গোল করে যান স্টেইনম্যান । এরপরও গোলের সুযোগ পায় চেন্নাই কিন্তু পারেনি । তবে এদিনও আই এস এলে রেফারি মান নিয়ে প্রশ্ন উঠে গেল ।
