
ইস্টার্ন টাইমস , কলকাতা: ইঙ্গিত ছিল সেটাই সত্যি হল বি ও এ র নির্বাচনে, দাদা কে হারালো ভাই অর্থাৎ সভাপতির পদে মুখ্যমন্ত্রীর দাদা অজিত বন্দোপাধ্যায়কে হারালো ভাই স্বপন বন্দোপাধ্যায়।রবিবার মধ্য কলকাতার পিয়ারলেস হোটেলে ছিল বেঙ্গল অলিম্পিক অ্যাসোশিয়েসনের নির্বাচন।
সারা বছর অ্যাসোশিয়েসনের কাজের ফিরিস্তি সাদামাঠা হলেও, চার বছর অন্তর নির্বাচন এলে কর্তারা পদ পেতে মরিয়া হন। এবারও সেটা হল।
রবিবাসরীয় বিকেলে দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে৩৭-২৪ ফলে হারিয়ে বিওএ সভাপতির ম্যাচ জিতে নিলেন ভাই স্বপন বন্দোপাধ্যায়।
ঘনিষ্ঠমহলসূত্রের খবর, বন্দ্যোপাধ্যায় পরিবারের অনেকেই চাননি বিওএ নির্বাচনে সম্মুখসমরে উত্তীর্ণ হোন দাদা-ভাই। দুইপক্ষকেই বুঝিয়ে নির্বাচন থেকে সরিয়ে আনা সম্ভব হয়নি বলে সূত্রের খবর । কারন, দুজনেই ময়দানের অভিজ্ঞ এবং দুজনেরই আলাদা গোষ্ঠী আছে।
মোট ৬৪ জন ভোটদাতার মধ্যে ৬১জন ভোট দেন। এছাড়া ব্যাডমিন্টন কর্তা শেখর বিশ্বাসের করোনা হয়ে যাওয়ায়, তিনি ও পল্টু রায় চৌধুরী সহ দুই ভলিবল কর্তা নির্বাচনের কাজে যুক্ত থাকায় ভোট দিলেন না ।
স্বপন গোষ্ঠীর জহর দাস সচিব পদে প্রাক্তন সি এ বি কর্তা বিশ্বরূপ দে কে হারান আর সহ সভাপতি পদে জিতলেন রামানুজ মুখোপাধ্যায়।
নির্বাচন জিতে বৌদির অর্থাৎ অজিতের বৌয়ের হাতে কষা মাংস খেতে চাইলেন স্বপন ।
তিনি বলেছেন,’টিম হিসেবে কাজ করব যারা হারল তারাও ময়দানের অনেকদিনের অভিজ্ঞ। সবার থেকে মতামত নিয়েই কাজ করব। অন্য দিকে অজিত স্বপন কে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি খাইয়ে দিলেন। দাদা ভাইয়ের নির্বাচন সত্যিই জমজমাট।
