
ইস্টার্ন টাইমস , নয়াদিল্লি: কয়লা পাচার কাণ্ডে এবার সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের আইপিএস অফিসার। চন্দননগর পুলিস কমিশনারেটের ডেপুটি কমিশনার তথাগত বসুকে সোমবার তলব করে সিবিআই। এই প্রথম রাজ্যের কোনও আইপিএস অফিসারকে কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মুখোমুখি।এদিন নিজাম প্যালেসে জেরা করা হয়েছে আইপিএস অফিসার তথাগত বসুকে ।
সিবিআই সূত্রে খবর, তথাগত বসু প্রথমে হুগলি জেলার পুলিস সুপার ছিলেন। তিনি হুগলির পুলিস সুপার থাকাকালীন আসানসোল, রানিগঞ্জ ও জামুড়িয়ার কয়লা পাচারের রুট হিসেবে হুগলি জেলাকে ব্যবহার করা হয়। তখন তথাগত বসু পুলিস সুপার পদে থাকায় কেন সেই পাচারের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি, সেই প্রশ্নেরই জবাব চান সিবিআই আধিকারিকরা।
প্রসঙ্গত দিন কয়েক আগেই কয়লা পাচার-কাণ্ডে রাজ্য জুড়ে তল্লাসি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। ১২টিরও বেশি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি।
লেকটাউন, হুগলি, উত্তর চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে চলে তল্লাসি। উল্লেখ্য, এখনও মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা’কে ধরতে পারেনি সিবিআই। সিবিআই-এর পাশাপাশি এই তদন্তে কোটি কোটি টাকার আর্থিক তছরুপের হদিশ পেতে কোমর বেঁধে নেমেছে ইডিও।
