ইস্টার্ন টাইমস ,কলকাতা: ২০২১ সালে পশ্চিবঙ্গের বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিলো নির্বাচন কমিশন । এপ্রিল-মে মাসে ভোট করতে হলে খুব শীঘ্রই পদক্ষেপ করতে হবে কমিশনকে।সেকথা মাথায় রেখেই প্রস্তুতি শুরু করে দিলো নির্বাচন কমিশন।সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) আরিজ আফতাব সর্বদলীয় বৈঠক করলেন।
এদিনের বৈঠকে মূলত আলোচনা হয় ভোটার তালিকা সংশোধন নিয়ে।
আগামী ১৫ জানুয়ারি নতুন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে,চলতি মাসের ১৮ তারিখ প্রকাশিত হবে ভোটার তালিকার খসড়া। এরপর ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন অর্থাৎ নাম তোলা, বাদ দেওয়া–সহ যাবতীয় কাজ। আগামী ১৫ জানুয়ারী প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা।
এই চূড়ান্ত তালিকায় নাম থাকা ব্যক্তিরাই ভোটার হিসেবে বিবেচিত হবেন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেই নির্বাচনের দিনক্ ষণ ঘোষণা করা হবে।
এদিনের সর্বদলীয় বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, সিপিএম নেতা রবীন দেব, কংগ্রেস নেতা ঋজু ঘোষাল, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার সহ সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা ।
