
ইস্টার্ন টাইমস , স্পোর্টস ডেস্ক: আগামী বছর ২০২১ সালে হরিয়ানাতে সাই-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে খেল ইন্ডিয়া ইয়ুথ গেমস। আর সেখানে অন্তৰ্ভুক্ত হচ্ছে চেজ বক্সিং । গত কয়েক বছর ধরে চেজ বক্সিং ভারতে হলেও জনপ্রিয়তা পাচ্ছিল না এরফলে এই প্রতিযোগিতা জনপ্রিয় হবে। আশা করছেন ভারতের চেজ বক্সিংয়ের সভাপতি মন্টু দাস।
তার প্রচেষ্টায় এই খেলা প্রতিষ্ঠা হয় ভারতে তিনি জানানো ‘সকল চেজ বক্সারদের জন্য খুশির খবর এটা ।
খেল ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২১ একটা দারুণ সুযোগ করে দিয়েছে চেজ বক্সারদের দক্ষতা মেলে ধরার দারুণ জায়গা।আশা করছি আরও খেলোয়াড় চেজ -বক্সিংয়ে আগ্রহ দেখাবে ।’
তিনি আরওবলেন,’নামের সঙ্গেই মিল খেলার। এটি মূলত দাবা এব বক্সিংয়ের মিশ্রণ। খেলোয়াড়দের একবার দাবা, তারপরই বক্সিং- এইভাবে খেলে যেতে হবে। সর্বোচ্চ এগারো রাউন্ড পর্যন্ত গড়াতে পারে এই খেলা।
প্রতিটি রাউন্ডের মধ্যে এক মিনিটের বিরতি। শেষ পর্যন্ত দাবার বিভাগে চেক মেট এবং বক্সিংয়ে কেও, টিকেও’র বিচারে বিজয়ী ঘোষণা করা হয়। বুদ্ধি ও শক্তির মিশ্রণ এমন মিশ্রণ আমরা খুব কম খেলাতেই দেখি ।’
২০১১ সালে দেশের মধ্যে প্রথম চেজ বক্সিং ক্লাব প্রতিষ্ঠা হয় কলকাতা তেই। বর্তমানে সঙ্গে যুক্ত রয়েছে কুড়িটিরও বেশি রাজ্য সংস্থা।
পরের বছর কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আবার হওয়ার কথা ছিল চেজ -বক্সিং করোনার কারণে সেটা আদৌ হবে কি না সেটা নিয়েই প্রশ্ন!
