ইস্টার্ন টাইমস ,কলকাতা: কলকাতায় এবার ঘরোয়া টিম নিয়ে আইপিএল ধাঁচের টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট। করোনার পরে ফিরছে ঘরোয়া ক্রিকেট । সি এ বি’র উদ্যোগে আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ‘বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা ।
এই প্রতিযোগিতা দিয়েই সি এ বি তাঁদের ঘরোয়া ক্রিকেটের প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। প্রতিযোগিতার স্পনসর হিসাবে টিসিএম গ্রূপের সঙ্গে সোমবার সিএবি বোঝাপড়ার চুক্তি বা ‘মউ’ স্বাক্ষর করে। ৬ দল নিয়ে এই প্রতিযোগিতা হবে। সৌরভ গঙ্গোপাধ্যায় সি এ বি সভাপতি থাকার সময় পরিকল্পনা করেন আইপিএলের ধাঁচে এই টুর্নামেন্ট করার।
ক্রিকেটারদের হোটেলে বায়ো বলয় গড়ে পুরো টুর্নামেন্ট করবে সি এ বি। টুর্নামেন্ট শুরু র আগে ক্রিকেটাররা থাকবে কোয়ারেন্টাইনে ।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া নতুন এই টুর্নামেন্ট নিয়ে বলেছেন , ‘আজ প্রাথমিক ‘মউ’ সই হয়েছে। খুব তাড়াতাড়ি বাকি কাজটা আমরা করে ফেলবো।
শুধু বলতে পারি ক্রিকেটার দের নিরাপত্তার সঙ্গে কোনো আপস করা হবে না । আই এফ এ যেভাবে দ্বিতীয় ডিভিশন ফুটবলের ম্যাচ গুলো করলো আমার দেখে ভালো লাগল। সেই ভাবেই ম্যাচ করার চিন্তা আছে আমার ।’
ম্যাচ গুলো সব হবে ইডেনে দিনরাতের । থাকবে বিনোদনের ব্যবস্থাও। যেহেতু দর্শক থাকতে পারবে না তাই আইপিএল এর ধাঁচে মাঠে রেকর্ডিং করে রাখা হবে সমর্থকদের উল্লাস, । কোনো বাংলা চ্যানেলে খেলা দেখানো হবে সরাসরি ।
