ইস্টার্ন টাইমস ,নতুন দিল্লি: অবশেষে বিজেপিতে একটা গুরুত্বপূর্ণ পদ পেলেন মুকুল রায়। তাকে সর্বভারতীয় সংগঠনের সহ-সভাপতি করলেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা । কয়েকদিন ধরেই জল্পনা চলছিল দলের গুরুত্বপূর্ণ পদ পেতে চলেছেন বিজেপির জাতীয় পরিষদের সদস্য মুকুল রায়। শনিবার বিজেপির কেন্দ্রীয় কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয় । সেই কমিটিতেই ১২ জন সহ-সভাপতির মধ্যে মুকুল রায়ের নাম রাখল দিল্লি। কিন্তু উল্লেখযোগ্যভাবে কমিটি থেকে বাদ পড়লেন পশ্চিমবঙ্গে বিজেপির অন্যতম মুখ রাহুল সিনহা। বিদায়ী কমিটিতে তিনি ছিলেন অন্যতম সম্পাদক।
মুকুল রায়ের সঙ্গে তার ঘনিষ্ঠ অনুপম হাজরাকেও গুরুত্বপূর্ণ পদ দিল কেন্দ্রীয় নেতৃত্ব। প্রাক্তন বোলপুরের সাংসদ অনুপম হাজরাকে অন্যতম কেন্দ্রীয় সম্পাদক করা হয়েছে ।কার্যত রাহুল সিনহার জায়গাতে এলেন মুকুল ঘনিষ্ঠ অনুপম হাজরা।সামনেই ২০২১। বাংলায় ভালো ফল করতে হলে মুকুল রায় ও তার অনুগামীদের দলের গুরুত্ব বাড়াতে হবে তা বি লক্ষণ বুঝেছেন জেপি নাড্ডা। তাই সর্বভারতীয় বিজেপির কমিটি ঘোষণা করার সময় বাংলার কথা ভাবতে হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে।
সর্বভারতীয় পদ পেয়েই দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অনুপম হাজরা। তিনি বলেছেন, ‘দল যে দায়িত্ব দিয়েছে তার মর্যাদা রাখার চেষ্টা করব। রাজ্যের মানুষ যাতে শান্তিতে ঘুমতে যেতে পারেন তা নিশ্চিৎ করব ও সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজির নেতৃত্বে আগামী বিধানসভা ভোটে বাংলা জয়ের জন্য ঝাঁপাব।’ অন্যদিকে, অন্যতম জাতীয় মুখপাত্র পদ দেওয়া হয়েছে দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্তকে।
২০১৭ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা আস্থাভাজন নুকুল রায়। রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন তিনি। পরে দলের জাতীয় কর্মসমিতির সদস্য করা হয় তাঁকে। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে দলের নির্বাচন কমিটির আহ্বায়কও করা হয়েছিল প্রাক্তন তৃণমূল কংগ্রেসি এই নেতাকে। কিন্তু সংগঠনে উচ্চ পদ না মেলায় নানা প্রশ্ন উঠতে শুরু করে মুকুল রায়কে নিয়ে।
বঙ্গ বিজেপি সংগঠনেও কোনও পদে তাঁকে রাখা হয়নি। ফলে দলের মধ্যে কিছুটা গুরুত্ব হারাচ্ছিলেন মুকুল। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুকুল রায়ের দ্বন্দ্বও প্রকাশ্যে চলে আসে। হস্তক্ষেপ করতে হয় দলের কেন্দ্রীয় নেতৃত্বকে।শেষ পর্যন্ত অবশ্য ২১শের বিধানসভা ভোটকে মাথায় রেখেই সংগঠনের সর্বভারতীয় সহসভাপতি পদে মুকুল রায়কে বসানো হল বলে মনে করা হচ্ছে
