
ইস্টার্ন টাইমস , নয়াদিল্লি : ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে পাঞ্জাবের মান সিং স্টেডিয়ামে শুরু হচ্ছে হ্যান্ড বল টুর্নামেন্ট। সেখানে অংশ নিচ্ছে বাংলা থেকে বেঙ্গল ব্লুজ।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়ে বলা হয়েছে , আগে বাংলা থেকে দল ছিলনা তবে এবার গুজরাটকে সরিয়ে বাংলার দল এসেছে। মোট ছয় দলের হবে টুর্নামেন্ট। খুব শীঘ্রই ঘোষণা হবে সূচি।
তাঁদের দল সফল হবে আশাবাদী বেঙ্গল ব্লুজ’র কর্ণধার কুন্তল ঘোষ। তিনি জানান, কলকাতার ব্র্যান্ডিং শুধু ফুটবলের আই এস এল বা ক্রিকেটের আই পি এলে নেই, অন্য খেলাতেও আছে সেটা প্রমান করতে হবে।
এক জনপ্রিয় চ্যানেল খেলা দেখাবে বেঙ্গল ব্লুজের ম্যাচ , আশা করি সব ভালো হবে।’
