ইস্টার্ন টাইমস , কলকাতা: ভি ভি এস লক্ষণের অধীনে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বাংলার প্রস্তুতি শুরু হয়েছে সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি ট্রফির জন্য। তবে এদিন ইডেনের জিমে অনুশীলনে দেখা গেল বাংলা দলকে ১০ জানুয়ারি থেকে শুরু মুস্তাক আলি ট্রফি। ক্রিকেটের ঘরোয়া লিগের খেলা শুরু এই টি২০ লিগ দিয়েই। ৩১ জানুয়ারি অবধি চলবে লিগ।
প্রাথমিক ৩০ জনের দল ইতিমধ্যেই বেছে নিয়েছে বাংলার ক্রিকেট বোর্ড। জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই খেলা হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড। ইডেনেও বেশ কিছু ম্যাচ খেলা হবে।
মুস্তাক আলি ট্রফির এলিট গ্রুপের ৩৮টি দলকে মোট ৫টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে ওডিশা, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, অসম ও হায়দরাবাদ।
এই গ্রুপের সব খেলা হবে কলকাতায়। ইডেন ছাড়াও খেলা হবে বেঙ্গালুরু, বডোদরা, ইনদওর, মুম্বই এবং চেন্নাইয়ের মাঠে।
এদিন বাংলার জিমের ছবি সিএবি তাদের টুইটারে পোস্ট করে।যে ছবি দেখে বোঝা যাচ্ছে বাংলার ক্রিকেটাররা নিজেদের কতটা ভালভাবে তৈরি করছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য। শ্রীবৎস গোস্বামী, শাহবাজ আহমেদ, অনুষ্টুপ মজুমদার, আকাশ দীপ এদের প্রস্তুতির ছবি সিএবি পোস্ট করে
