ইস্টার্ন টাইমস ,কলকাতা: আইএসএলে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ব্রিটিশ কোচ রবি ফাওলার । বুধবার নতুন কোচের সঙ্গে চুক্তি চূড়ান্ত হতে পারে। । এই খবরের পাশাপাশি স্কটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে ,ববি ফাওলার ভারতীয় ক্লাবের জন্য বিদেশি ফুটবলার বাছাইয়ের কাজে নেমে পড়েছেন।উল্লেখ্য ,শ্রী সিমেন্ট শিল্প গোষ্ঠীর সঙ্গে এবার গাঁটছাড়া বেঁধেছে ইস্টবেঙ্গল।
স্কটিশ প্রিমিয়ার লীগের প্রথম সারির ক্লাব সেলটিকের প্রাক্তন স্ট্রাইকার অ্যান্থনি স্টোকস কে আনতে চান তিনি । সেলটিকের হয়ে ১৩৫টি ম্যাচে ৫৮টি গোল করেছেন স্টোকস। আর্সেনাল, ব্ল্যাকবার্ন রোভার্স, স্যান্ডারল্যান্ড, শেফিল্ড ইউনাইটেড-সহ একাধিক ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে স্টোকসের। আয়ারল্যান্ড জাতীয় দলেও খেলেন।অস্ট্রেলিয়ান ডিফেন্ডার স্কট নেভিলের সঙ্গেও কথা বলছেন ব্রিটিশ কোচ। ফাওলার কোচ হলে তাঁদের ইস্টবেঙ্গল জার্সি পড়া একদম পাকা।
