ইস্টার্ন টাইমস, স্পোর্টস ডেস্ক: প্রত্যেক সিরিজে র আগে বিপক্ষ দল নিয়ে অস্ট্রেলিয়া দল থেকে শুরু করে অস্ট্রেলিয়া মিডিয়া ও প্রাক্তন রা মাইন্ড গেম খেলা শুরু করে দেয় বিপক্ষ দলের প্রতি এবারও ঠিক তেমন হল টেস্ট সিরিজ শুরু র দেড় মাস আগে নিজের দেশ অস্ট্রেলিয়া
কে ভারতের থেকে এগিয়ে রাখলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান পেসার জেসন গিলেসপি ।তার প্রধান কারণ অভিজ্ঞ ভারতীয় পেসার ইশান্ত শর্মার অনুপস্থিতি। চোটের কারণে এই অস্ট্রেলিয়া সফরের দলে নেই ইশান্ত তাকে পর্যবেক্ষনে রাখা হবে চোট উন্নতি করলে তবে ই দলে জায়গা পাবেন এই সিনিয়র পেস বোলার ।
এই প্রসঙ্গে প্রাক্তন অজি পেসার জেসন গিলেসপি বলেন, ইশান্তের মতন পেস বোলিংয়ের স্তম্ভ ভারতীয় দলে না থাকায় এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া ।
তাই আমি বলছি ভারতের থেকে অস্ট্রেলিয়া একটু হলেও এগিয়ে থাকবে। ঘরোয়া পরিবেশ এর একটা অন্যতম কারণ। এছাড়াও ভারতীয় দলের দুই অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমারের চোটের কারণে না থাকাটা ভারতীয় শিবিরের জন্য বিরাট ধাক্কা।
ভারতের হয়ে বুমরাহ এবং শামি অসাধারণ বোলিং করছে সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু অস্ট্রেলিয়ার পরিবেশ, পরিস্থিতিতে খেলার ব্যাপারে ইশান্ত অনেক অভিজ্ঞ।তার অনুপস্থিতি ভারতকে স্বাভাবিক ভাবেই ব্যাকফুটে ঠেলে দিল। অস্ট্রেলিয়ার মাটিতে শেষ কয়েকটি সফরে ভারতের হয়ে অসাধারণ পারফরম্যান্স করেছেন তিনি। ওর রেকর্ড দেখলেই সেটা বোঝা যায়। এছাড়াও ওর বোলিং ভারতীয় বোলিং লাইন আপে ভ্যারাইটি যোগ করে। ব্যাটিং ভালো করলেও বোলিং লাইনে ওদের অভিজ্ঞতা র অভাব দেখা যাবে’
