ইস্টার্ন টাইমস ,কলকাতা : শুক্রবারের আই এস এল ডার্বি । গত কয়েক বছরে দুই প্রধানে বাঙালি প্লেয়ার না থাকলেও এবার দুই প্রধানের দলেই আছে বেশ কয়েকজন বাঙালি ফুটবলার ।
এবার এটিকে -মোহনবাগানের গোল রক্ষক অরিন্দম ভট্টাচাৰ্য অতীতেও খেলেছেন বড় ম্যাচ। তবে জয়ের স্বাদ এখনও পেয়ে উঠতে পারেননি।
আইএসএল মঞ্চে সেই অপূর্ণতা পূরণ করে নিতে চান এটিকে মোহনবাগান দলের গোলকিপার ।
তাঁর কাছে ডার্বির গুরুত্ব অন্যরকম। কোচ লোপেস আন্তোনিও হাবাস যে পাঁচ অধিনায়কের নাম ঘোষণা করেছেন, তার মধ্যে অরিন্দমও অন্যতম।
তিনি বলেছেন, “সবুজ-মেরুন জার্সিতে একবারই ডার্বি খেলার সুযোগ হয়েছিল। কিন্তু সেবার যুবভারতীতে ঝামেলায় ম্যাচ ভেস্তে গিয়েছিল। তার পরে গোয়া চলে যাই। কোনও দিন বড় ম্যাচ খেলার সুযোগ পাইনি। এবার ফের সুযোগ এসেছে সেটা কাজে লাগিয়ে দল কে জেতানোই আমার লক্ষ ।
কত লোকের প্রার্থনা আশা থাকে। আমি মোহনবাগান সমর্থকদের হাসি মুখ দেখতে চাই এই ডার্বির পরে ।’
দলের ডিফেন্স নিয়ে তিনি জানান,’ সন্দেশের মত প্লেয়ার আছে, সেই কারণেই আমাদের ডিফেন্সই সেরা ডিফেন্স। কেরালা ম্যাচে তো আমার কাছে বলই আসেনি।’
অন্যদিকে প্রণয় হালদার বলছেন,’এই ম্যাচ অনেক খেলেছি, নতুন কিছু নয়। আর একটা বড় ম্যাচ জিতে সমর্থক দের উপহার দেব । ওদের চিৎকার মাঠে শুনতে না পেয়ে মিস করব তাই ওদের জয় টা উপহার দেবো । আর নিজের ডার্বি খেলার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই ম্যাচে যত সম্ভব হালকা থাকতে হবে আর গোয়াতে ম্যাচ, মাঠে লোক নেই হালকা তো থাকা যাবেই ।’
