
ইস্টার্ন টাইমস , কলকাতা: কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝ অর্থাৎ লালার বিরুদ্ধে এবার লুক আউট নোটিস জারি করল সিবিআই। অনুপ মাঝির ছবি-সহ নোটিস দেশের সমস্ত বিমানবন্দরে পাঠানো হয়েছে। লালার সহযোগী ব্যবসায়ী নীরজ সিংহকেও তলব করেছে সিবিআই।
কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত লালা ওরফে অনুপ মাঝির একাধিক ডেরাতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে সিবিআই।
কিন্তু, এখনও তাঁর কোনও খোঁজ নেই। সোমবার সকাল ১১ টায় সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল অনুপ মাঝিকে। কিন্তু সেখানেও তিনি গরহাজির।
এবার লালার বিরুদ্ধে, লুক আউট জারি করল সিবিআই।
লালা যাতে বিদেশে পালাতে না পারে, সেই কারণেই লুক আউট নোটিস জারি করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই। সোমবার সিবিআই দফতরে লালার বদলে আইনজীবীকে সঙ্গে নিয়ে এসেছিলেন তাঁর স্ত্রী।
সিবিআই সূত্রের খবর, লালার আইনজীবী ও স্ত্রী জানিয়েছেন, তারা প্রতিনিধি হয়ে এসেছেন। লালার স্ত্রী জানান, লালা কোথায় এখন আছেন তা তিনি জানেন না।
এরপরেই এদিন সিবিআই লালার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করে। পাশাপাশি, লালার সহযোগী ব্যবসায়ী নীরজ সিংকে তলব করেছে সিবিআই।
