
ইস্টার্ন টাইমস , কলকাতা: পিছিয়ে গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফর। নতুন বছরের ১৯ জানুয়ারি রাজ্যে আসার কথা থাকলেও তাঁর সম্ভাব্য সফরসূচি পিছিয়ে ৩০ জানুয়ারি হতে চলেছে, এমনটাই বিজেপি সূত্রে খবর। করবেন বনগাঁয় জনসভা। সেখানেই সম্ভবত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মতুয়াদের আশ্বস্ত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
একুশে বাংলা দখল বিশেষ নজরে বিজেপির। গত লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত বনগাঁ, রানাঘাট কেন্দ্র দুটি নিজেদের দখলে নেয় রাজ্য বিজেপি।
মতুয়া সম্প্রদায়ের মধ্যে নিজেদের আধিপত্য অটুট রাখতে বদ্ধপরিকর বঙ্গ বিজেপি। সিএএ সংসদে পাশ করিয়ে মতুয়া মহলকে আরও কাছে টানতে চাইছে বঙ্গ বিজেপি।
কয়েকদিন আগেই বনগাঁর সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর আইন কার্যকরে বিলম্বিত হওয়ায় দলের মধ্যে ও বাইরে ক্ষোভ প্রকাশ করেন।
দ্রুত সিএএ কার্যকর করার জন্য চাপ তৈরি করে তিনি বুঝিয়ে দেন শীর্ষ নেতৃত্বকে। এ নিয়ে দলের সঙ্গে সামান্য মনোমালিন্য তৈরি হলেও পরে তা মিটে যায়।
শান্তনুর আবেদন মেনে বনগাঁয় গিয়ে অমিত শাহ নিজে জনসভা করতে রাজি হন।
সেইমতো, ৩০ জানুয়ারি অমিত শাহ এলে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়েই সভা করবেন বলে খবর।
