
ইস্টার্ন টাইমস , কলকাতা: মেদিনীপুরে অমিত শাহের বহু চর্চিত জনসভা। শুক্রবার গভীর রাতে কলকাতায় পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি ওঠেন নিউটাউনের একটি হোটেলে। শনিবার দিনভর একাধিক কর্মসূচি রয়েছে অমিত শাহর। সকালে হোটেলেই এনআইয়ের কর্তাদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এনআইএ আধিকারিকদের সঙ্গে অমিত শাহর ভার্চুয়াল বৈঠক হয়। সূত্রের খবর, এনআইএ-র হাতে থাকা বিভিন্ন মামলার স্টেটাস রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে।
এরপর অমিত শাহ যান স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাড়িতে অমিত শাহের সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। সেখানে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঘুরে দেখেন ঠাকুরঘরে।
ঘুরলেন মিউজিয়াম। গোটা এলাকাজুড়ে অমিত শাহর কাটআউট। সেখান থেকে তিনি কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
সেখান থেকে হেলিকপ্টারে মেদিনীপুরের উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। সেখানে পৌঁছে সিদ্ধেশ্বরী মন্দিরে গিয়ে পুজো দেবেন। এরপর মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তি মাল্যদান করবেন অমিত শাহ। যাবেন হবিবপুরে ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতেও।
সেখান থেকে মেদিনীপুর ব্লকের কর্ণগড়ে, দেবী মহামায়া মন্দিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে কৃষক পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ।
এরপর দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ-র জনসভা। বিকেলে মেদিনীপুর থেকে হেলিকপ্টারে কলকাতায় ফিরে, রাতে হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করার কথা অমিত শাহর।
