ইস্টার্ন টাইমস, কলকাতা : ফুটবলের পরে ক্রিকেট ডার্বিতেও শেষ হাসি হাসলো মোহনবাগান। গোয়ার তিলক ময়দানে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম কলকাতা ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়েছে এটিকে মোহনবাগান। চব্বিশ ঘন্টার ব্যবধানে ইডেন গার্ডেন্সে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ টুর্নামেন্টে ইস্টবেঙ্গলকে হারিয়ে দিল মোহনবাগান।
হাড্ডাহাড্ডি ক্রিকেট ডার্বিতে এক রানে জিতল সবুজ মেরুন ব্রিগেড।
এদিন ঘন্টা বাজিয়ে ম্যাচের উদ্বোধন করেন প্রাক্তন বেঙ্গল স্পিনার উৎপল চট্টোপাধ্যায়।
ফাঁকা গ্যালারি হলেও ম্যাচ নিয়ে ছিল উন্মাদনা। আর ক্রিকেটের ডার্বি জিততে শেষ ওভারে ৮ রান দরকার ছিল ইস্টবেঙ্গলের।
ক্রিজে সায়ন শেখর মন্ডল সুজিত যাদব। শেষ বলে লাল-হলুদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। সায়ন ঘোষ এর বলে 2 রান নিতে গিয়ে রান আউট হলেন সায়ন শেখর মন্ডল। ফলে ফুল ফুটলো বাগানে।
মোহনবাগানের হয়ে ব্যাট হাতে হিরো সেই অধিনায়ক অনুষ্টুপ মজুমদার আর বল হাতে দুরন্ত ঋত্বিক, আকাশদীপ। শেষ ওভারে চাপের মুহূর্তে মাথা ঠান্ডা রেখে বাজি মারলো আবার সায়ন ঘোষ ।
প্রথমে ব্যাট করে ১২১ করে মোহনবাগান জবাবে ব্যাট করতে নেমে পর পর টপ অর্ডারের উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় ইস্টবেঙ্গল। ৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে লাল-হলুদের ক্রিকেট টিম ।
এখান থেকেই ইস্টবেঙ্গলের ইনিংসের হাল ধরেন সায়ন শেখর মন্ডল তিনি করেন ৫২ তবুও দলকে জেতাতে ব্যর্থ ।
ম্যাচ জিতে মোহনবাগান অধিনায়ক অনুষ্টুপ মজুমদার জানান, ডার্বি ম্যাচেতো চাপ থাকেই। ছেলেরা চাপ কাটিয়ে জয় এনে দিল ভালো লাগছে ।
বাকি ম্যাচ গুলোও জিততে হবে ।’ এই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে আবার সি এ বি টি টোয়েন্টি লিগ থেকে ছিটকে গেলেন মোহনবাগানের সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারি ।
- বিশেষ অজ্ঞের কোভিদ জিজ্ঞাসা পর্ব-১ >>
- বিশেষ অজ্ঞের কোভিদ জিজ্ঞাসা পর্ব-২ >>
- বিশেষ অজ্ঞের কোভিদ জিজ্ঞাসা পর্ব-৩ >>
