
ইস্টার্ন টাইমস, কলকাতা: টি-২০ লিগ শুরুর আগে চিন্তা বেড়ে গেল সি এ বির । বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের পর বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে অংশ নিতে চলা আরও তিন ক্রিকেটার করোনা পজিটিভ চিহ্নিত হলেন।
সিএবির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।
আক্রান্ত তিন ক্রিকেটার হলেন ইস্টবেঙ্গলের অভিষেক রামন, মোহনবাগানের ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ও কাস্টমসের দীপ চট্টোপাধ্যায়।
এছাড়া অ্যান্টি কোরাপশনের পার্থপ্রতীম সেন করোনা সংক্রামিত। ২৮ নভেম্বর থেকে শুরু হতে চলা লিগে ২১ নভেম্বর হোটেলের বায়ো বলয়ে ঢুকতে হবে ক্রিকেটার দের তাই চিন্তা বেড়ে গেল সি এ বির
