ইস্টার্ন টাইমস , কলকাতা : জানুয়ারি থেকেই রাজ্যজুড়ে ‘সো
এপ্রসঙ্গে তিনি এদিন বলেন, ‘বিগত বছর গুলিতে বাংলার উন্নয়নে কিছুই করেনি শাসকদল। তাদের উদাসীনতা ও দুর্নীতির কারণে আর্থিক ও সামাজিক সবক্ষেত্রেই পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গ। উচ্চশিক্ষিত পড়ুয়া বাইরে চলে গিয়েছে। আমরা আবার বাংলার পুরনো গৌরব ফিরিয়ে আনতে চাইছি। কোনও কিছু একটা আদর্শকে কেন্দ্র করেই গড়ে ওঠে। বাংলার ঘরের ঘরে আগের মতো আদর্শ তৈরির সেই পরিবেশ ফিরিয়ে দিতে চাইছি আমরা। গত ৫০ বছর ধরে এই রাজ্যের উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি কোনও পরিকল্পনা নেওয়া হয়নি। রাজ্যের সর্বাঙ্গীণ উন্নয়নের জন্যই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’
শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের অধিকর্তা অনির্বাণ গঙ্গোপাধ্যায় বলেন, ‘২০২২ সালে ভারতের স্বাধীনতার ৭৫ বছরপূর্তির পাশাপাশি পশ্চিমবঙ্গেরও ৭৫ বছর। কিন্তু, গত ৫০ বছর এই রাজ্যের উন্নয়নের জন্য কোনও সরকারই উদ্যোগ নেয়নি। আমরা রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেই এই বিষয়ে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেব। সোনার বাংলা গড়ে তুলতে জানুয়ারি মাস থেকেই ৫০ জনের একটি টিম রাজ্যের ২৯৪টি বিধানসভায় বিশেষ প্রচার চালাবে।’
