ইস্টার্ন টাইমস ,কলকাতা : প্রায় ছয় মাস পর শুক্রবার সকাল ৯ টা থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো কলকাতার আলিপুর চিড়িয়াখানার প্রবেশপথ। ১৭ই মার্চ শেষবার চিড়িয়াখানা খোলা হয়েছিল সাধারণ দর্শকদের জন্য। নতুন নির্দেশিকা অনুযায়ী ১০ বছরের নিচে কোনও শিশুকে প্রবেশ করতে দেওয়া যাবে না। আপাতত টিকিট কাউন্টার বন্ধ থাকবে। অনলাইনেই টিকিট কাটতে হবে দর্শকদের।
রাজ্য বন দফতরের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন টিকিট কাটা যাবে। বড় খাঁচার সামনে দশ জনের বেশি জমায়েত করা যাবে না। সে বিষয়ে কড়া নজরদারি থাকবে চিড়িয়াখানা কর্তৃপক্ষের। ছোট খাঁচার সামনে দাঁড়াতে পারবেন মাত্র পাঁচজন । দেখার জন্য সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
দর্শকদের হাতে পানীয় জলের বোতল, মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। তার কারণ হিসাবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, চিড়িয়াখানার ভিতরেনিজস্ব পানীয় জলের ব্যবস্থা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিড়িয়াখানার প্রতিটি প্রবেশদ্বারে থাকবে থার্মাল স্ক্যানিং ও স্ট্যানিটাইজার মেশিন। প্রবেশ পথে নির্দিষ্ট সামাজিক দূরত্বের বজায় রেখেই প্রবেশ করতে হবে। পশুদের খাঁচার কোনো ফেনসিং স্পর্শ করা যাবে না।
